খাগড়াছড়ির গুইমারাতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

41

আনোয়ার হোসেন: খাগড়াছড়ির গুইমারা উপজেলার পাগলা পাড়া এলাকার হতদরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। ২৮ ফেব্রুয়ারী ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের আয়োজনে পাগলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতন্ত্য এলাকার দুই শতাধিক পাহাড়ি বাঙালিকে চিকিৎসাসেবা ও ঔষুধ দেয়া হয়।

মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা দেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিকুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।

এসময় জোন অধিনায়ক বলেন, সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে হবে। ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষ থেকে জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।