প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২০, ৬:২৪ পি.এম
কোভিড ১৯ আপডেট: বাংলাদেশে ও বিশ্ব পরিস্থিতি
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,০১৯ জন।বিশ্বে এখন ১ কোটি ৬ লাখ ৬৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী আক্রান্ত। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫৫০ ছাড়ালো।
বাংলাদেশ
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,০১৯ জন। মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৩,২৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮,৩৬২। গত মাত্র ৩০ দিনে দেশটিতে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২১.৮৯ ভাগের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হওয়া ৮ লাখ ২ হাজার ৬৯৭টি নমুনার মধ্যে ১৯.১০ ভাগ নমুনা করোনাভাইরাস পজিটিভ ছিল।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ১,৯২৬ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ এ যেই ১,৯২৬ জনের মৃত্যু হয়েছে, তাদের বয়সভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করা হয় স্বাস্থ্য বুলেটিনে। মারা যাওয়াদের মধ্যে: ০ থেকে ১২ বছর বয়সের ১২ জন , ১২ থেকে ২০ বছর বয়সের ২২ জন , ২১ থেকে ৩০ বছর বয়সী ৬৭ জন , ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪৬ জন , ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৮৫ জন , ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৬০ জন , ৬০ বা তার চেয়ে বেশি বয়সী ৮৩৪ জন
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪,৩৩৪ জন সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত মোট ৬৬,৪৪২ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলে জানানো হয়।
মাস প্রতি বাংলাদেশে টেস্ট : মার্চ মাসে পরীক্ষা করা হয়েছে ৩০৬৫ টি নমুনা। এপ্রিল মাসে পরীক্ষা করা হয়েছে ৬২৮২৬ টি নমুনা। মে মাসে পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৩৯ টি নমুনা। জুন মাসে পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৫৩০টি নমুনা।
বিশ্বে এখন ১ কোটি ৬ লাখ ৬৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী আছে। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫৫০ ছাড়ালো।
ইংল্যান্ড:
করোনা মোকাবেলায় ইংল্যান্ডের স্কুলগুলো কী পদক্ষেপ নিচ্ছে
নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরির জন্য সরকার এক নির্দেশিকা তৈরি করেছে। আর তাতে এধরনের পদক্ষেপ নেয়ার পরামর্শ থাকছে:
ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষকরা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তারা একে অন্যের মধ্যেও দূরত্ব বজায় রাখবেন। একাধিক ক্লাস নেন যেসব শিক্ষক তাদের যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে স্কুল এবং স্কুলের বাইরে। কোন ছাত্রের মধ্যে যদি করোনাভাইরাসের লক্ষণ দেখা যায় তখন স্কুল তার মা-বাবাকে টেস্টিং কিট সরবরাহ করবে। ১৪ দিন সময়ের মধ্যে কোন ক্লাসের অন্তত দুজন শিক্ষার্থীর মধ্যে যদি লক্ষণ দেখা যায় তাহলে ঐ ক্লাসের সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে। কিন্তু পুরো স্কুল বন্ধ করা হবে না। তবে এব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। বিভিন্ন সময়ে ক্লাস শুরু করতে হবে এবং ভিন্ন ভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন সময়ে টিফিন টাইমের ব্যবস্থা করতে হবে। ছাত্রছাত্রীরা যাতে নিয়মিতভাবে হাত ধোয় তা নিশ্চিত করতে হবে। স্কুল অ্যাসেম্বলির মতো অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীদের এক জায়গায় জড়ো হতে হয় সেগুলো বন্ধ রাখাতে হবে। এর বাইরে নির্দেশিকায় গণ-পরিবহণ এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়া
মেলবোর্নে ৩ লাখ লোক লকডাউনে
সংক্রমণ বাড়ছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে। ভিক্টোরিয়া রাজ্যে এখন ৩৭০ জন রোগী আছে। ৭৭ জন আজ পাওয়া গেছে।পুলিশ নানা হটস্পটে রাস্তা আটকে দিয়েছে। আইন না মানলে নানা ধরণের জরিমানা করা হবে বলা হয়েছে।অস্ট্রেলিয়া আট হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত মারা গেছেন ১০৪ জন।
যুক্তরাষ্ট্র:
যুক্তরাষ্ট্রে রেকর্ড ৫২ হাজার নতুন রোগী শনাক্ত একদিনে। অ্যান্থনি ফাউচি যিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ, তিনি গতকাল বলেন যুক্তরাষ্ট্রে দিনে এক লাখ রোগীও শনাক্ত হতে পারে। ততটা না হলেও জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ আপডেট বলছে নতুন করে ৫২ হাজার রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মৃতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত