ভোটগ্রহণের হার নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি বলেন, ভোটগ্রহণের ৪১.৮ শতাংশ।
তিনি বলেন, এই হার নিয়ে যদি কারও দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারেন। এখনও যদি কেউ মনে করেন যে, এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে আমাদের অসততা যদি মনে করেন চ্যালেঞ্জ করে দেখতে পারেন।
নির্বাচনের পরদিন ভোটের বিষয় নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, যখন ২টার সময় বলি তখন পুরোপুরি সঠিক হওয়ার কথা না। যখন ৪টার সময় বলি তখন কোনভাবেই এটা সঠিক হওয়ার কথা নয়। যখন রাতে বলি- যদি সব চলে আসে বা এখন যদি বলি সব চলে আসছে- এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে ৪১.৮ শতাংশ। আমি যখন যেটা এসেছে বলেছি, চূড়ান্তটা আসবে পরে, সেটা সবগুলো আসার পরেই বলেছি।
সিইসি বলেন, আমার কথাগুলো আমি সব সংবাদপত্রে দেখেছি। হঠাৎ করে দুয়েকটা সংবাদপত্রে প্রশ্ন তোলা হলো- হঠাৎ করে শতাংশ বেড়ে গেল কেন? আপনারা বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ করবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত