কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:

: কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের  হাজরাতলা-বানিয়াকুড় বিল কমিটি ও জমির মালিকগণ বৃহস্পতিবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ঘের কমিটির সহ সভাপতি আব্দুল মান্নান বলেন, সম্মিলিত ভাবে প্রায় ৩ মাস ধরে উক্ত বিলের পানি বৈদ্যুতিক মটর ও স্যালো ম্যাশিন দিয়ে নিষ্কাশন করে আসছি। বর্তমানে ক্যানেল ও নিচু জমিতে অল্প পানি রয়েছে যা ২-৩ দিন সেচ কাজ চললে নিষ্কাশন হয়ে যাবে। এরই মধ্যে আওয়ামী লীগের দোষর সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেনের ছেলে খালিদ হাসান একটি কুচক্রী মহলকে সাথে করে মঙ্গলবার নাম মাত্র ১টি স্যালো ম্যাশিন নিয়ে ওই বিলে সেচ কাজ করতে যায়। তার উদ্দেশ্য ছিল মাছ গুলি হাতিয়ে নেয়া। বিষয়টি জমির মালিক ও বিল কমিটি বুঝতে পেরে বাঁধা দেয়। তখন খালিদ হাসান পতিত সরকারের সম্প্রতি ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের জন্য জমির মালিক ও বিল কমিটির লোকদের প্রকাশ্যে বিভিন্ন হুমকী ও ভয়ভীতি দেখাতে থাকে। সে দীর্ঘদিন যাবৎ উক্ত জমি জবর দখলে নিয়ে মাছ চাষ করতো। ২০২২ সাল থেকে সে আর ওই জমিতে মাছ চাষ করে না। ০৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকারের মদদ পুষ্ট হয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি, ঘের দখল, মাদক বেচাকেনাসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকাবাসীকে অতিষ্ট করে তুলেছিল। সেটাকেই পুনঃবাসন করার জন্য সম্প্রতি আবারো সে বেপরোয়া হয়ে উঠেছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,

খালিদ হাসান একটি বাহিনী তৈরি করে এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি, ঘের দখল, মাদক বেচাকেনাসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকে। সে এতটায় ধ্রুত প্রকৃতির লোক তার ভয়ে ও অত্যাচারে কেউ কোথাও অভিযোগ করতে সাহস পয়নি। এমন কি মুখ খুলতেও ভয় পায়। তার হয়রাণীমূলক কর্মকান্ডে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। সে ত্রাস সৃষ্টি করে বিনা কারণে নিরীহ লোকদের সম্মানহানী করে থাকে।

খালিদ হাসানের ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি, ঘের দখল, মাদক বেচাকেনাসহ সন্ত্রাসী কর্মকান্ড থেকে এলাকাবাসী রেহায় পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঘের কমিটির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, জমির মালিক আব্দুল ওয়াহাব ও আমজাদ হোসেন প্রমুখ।