মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:
শুক্রবার কেশবপুরে পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে হাবাসপুল মধ্যে কুল মডেল মাদ্রাসা মাঠে বিএনপির কর্মী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এলাহী বক্সের সভাপতিত্বে ওয়ার্ডের হাবাসপোল মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল হোসেন আজাদ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা,থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল,মহিলা নেত্রী নুরুন্নাহার নূরী, স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল ইসলাম বুলবুল, যুবদল নেতা আব্দুল গফুর, যুবদল নেতা আবু নাঈম, ওয়ার্ডের সেক্রেটারি কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম । এ সময় ৭নং ওয়ার্ড বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন