কেশবপুর ডাকবাংলার কেয়ারটেকার বিরুদ্ধে ইট আত্মসাতের অভিযোগ

মাসুম বিল্লাহ কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর ডাকবাংলার কেয়ারটেকার হাবিবুর রহমানের বিরুদ্ধে ভোর রাতে ডাকবাংলার ইটসহ বিভিন্ন জিনিস নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ডাকবাংলার আশপাশের বাসার লোকজন জানান, উপজেলার মেহেরপুর গ্রামের হাবিবুর রহমান কেশবপুর ডাকবাংলার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চলতি বছরের ১লা জানুয়ারি কেশবপুর থেকে বদলি হয়ে একই জেলার নয়াপাড়ায় বদলি হয়ে যান। তিনি গত সোমবার গভীর রাতে কেশবপুর ডাক বাংলায় এসে রাত্রি যাপন করে গত মঙ্গলবার (৭ জানুয়ারী) ভোর ৫ টার দিকে ডাকবাংলায় রাখা সরকারি দেড় থেকে ২” হাজার ইট টলিতে ভরে উপজেলার মেহেরপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যান। এ ইট গুলো ডাকবাংলার সাবেক কেয়াটেকারের অস্থায়ী রান্নাঘর ভেঙ্গে ডাকবাংলা চত্বরে রাখা ছিল। এর আগে তিনি এ ইট গুলি তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টাকালে ডাকবাংলার আশপাশের বাসার লোকজনের নজরে পড়লে তারা ইট নিয়ে যেতে বাধা দেয়। এ সময় তিনি উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চেয়ে সেবারের মতো পার পেয়ে যান।
প্রতক্ষ্যদর্শীরা আরো জানান, এর আগে ডাক বাংলার স্টোর রুমে থাকা সরকারি একটি ফ্রিজ, বেশ কয়েকটি দামি কম্বলসহ বেডরুমের যাবতীয় মালামাল তার গ্রামের বাড়িতে নিয়ে যান। এছাড়া আম্পান ঝড়ে পড়ে যাওয়া ডাকবাংলোর ২টি মেহগনি ও ৩টি খয় গাছ তিনি তার গ্রামের বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানান।
কেয়ারটেকার হাবিবুর রহমান বলেন, ডাকবাংলার ভেতর যে ইট ছিল তা আমি কিনে রেখেছিলাম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে আমি তা আমার বাড়িতে নিয়ে গেছি।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, কেয়ার টেকার হাবিবুর রহমান বিষয়টা আমাকে অবহিত করেনি।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।