কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো ও কমিটির পরিচিত সভা

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে ভোগতী তালিমুল কুরআন কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন শরীফ ধরানো এবং মাদ্রাসা ও ঈদগাহের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোগতী তালিমুল কুরআন কওমী মাদ্রাসার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনার নুরানী তালিমুল কুরআন বোর্ডের মহাসচিব মুফতি আব্দুল কুদ্দুস। মাদ্রাসার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস রাজ্জাক, কমিটির উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, কমিটির উপদেষ্টা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কমিটির সহসভাপতি অলিয়ার রহমান, কোষাধ্যক্ষ আমিনুর রহমান ও কুশলদিয়া কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ওই কওমী মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীকে কুরআন শরীফ ধরানো হয়।

এ সময় মাদ্রাসা ও ঈদগাহের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।