মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিউটি খাতুন নামে এক সাবেক মহিলা মেম্বারকে মারপিট ও শীল্ললতাহানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই মেম্বার বাদী হয়ে বখাটেদের বিরুদ্ধে কেশবপুর থানা একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর বাঁকা বরশী গ্রামের মৃত জিয়াউর সরদারের ছেলে বাপ্পি সরদার নতুনহাট বাজারে তার চা-পানের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মদ,গাঁজা, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক নেশা দ্রব্য সেবন ও বিক্রি করে আসছিল। গত ৩/১০/২৪ তারিখ অনুমান বেলা ৩ ঘটিকার সময় তার দোকানের সামনে মাদক বেচা -কেনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ৭ নম্বর পাজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার বিউটি খাতুন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা ওই মেম্বারের উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে উক্ত ঘটনা কে কেন্দ্র করে রাত সাড়ে ০৯টার দিকে মাদক ব্যবসায়ী বখাটে বাপ্পি সরদারের নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি উক্ত মেম্বারের দোকানের সামনে গিয়ে তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও দোকান থেকে বের হয়ে আসতে বলে। দোকান থেকে বের না হওয়ায় ওই বখা টেরা ওই মহিলা মেম্বারকে দোকান থেকে জোর করে টেনে -হেচড়ে বের করে এনে মারপিট ও শীল্ললতাহানী করে। এ ঘটনায় শুক্রবার সাবেক মহিলা মেম্বার বিউটি খাতুন বাদী হয়ে বাপ্পি সরদারসহ ০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৪-২৫ জনের নামে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত