কেশবপুরে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত 

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর পৌরসভার ৩ নং (বায়সা-সাবদিয়া) ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ , সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা, সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম -সম্পাদক আব্দুল হালিম অটল।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দাবির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।