মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:
সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকালে সমবায় ও জাতীয় পতাকা উত্তোন শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, অধ্যপক মশিহুর রহমান ও সমবায়ী সাজ্জাদ হোসেন।
সমবায়ী মোঃ আফসার উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রগ্রাম অফিসার আব্দুস সামাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তা ও সমবায়ী গণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কাজের স্বীকৃতি সরুপ ৬জন শ্রেষ্ট সমবায়ীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।