মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে চাঁদার দাবিতে সুবর্ণ জর্দ্দার (২২) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত যুবকের বাবা বাদী হয়ে স্থানীয় অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের সুকান্ত জর্দ্দারের ছেলে সুবর্ণ জর্দ্দারের নিকট একই গ্রামের মশিয়ার সরদারের ছেলে সোহান হোসেন (২০) প্রায় সময় এক লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জীবন নাশের হুমকি দেয়। গত ১৭ অক্টোবর সোহান হোসেন ০১৯৪৯২৮৮১২৭ নম্বর মোবাইল ফোনের মাধ্যমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদীর ছেলেকে বলে তোর বাড়িতে তল্লাশি করা হবে, এই বলে ফোন কেটে দেয়। তারপর দিন ১৮ অক্টোবর রাতে সোহান হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বাদীর ছেলে সুবর্ণ জর্দ্দারকে সাগরদত্তকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একা পেয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে মাটিতে ফেলে রাখে। তার ডাকচিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে আসলে সোহান হোসেনসহ তার সাথে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় সুবর্ণ জর্দ্দারকে কেশবপুর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ঘটনায় সোহান হোসেনসহ অজ্ঞাতনামা করে আরো কয়েকজনের বিরুদ্ধে সুকান্ত জর্দ্দার বাদী হয়ে গতকাল শনিবার কেশবপুর অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।