মোঃ মাসুম বিল্লাহ, (কেশবপুর) যশোর:
যশোরের কেশবপুরে সরকারি রাস্তার কালভার্টের মুখে পাটা ও নেট দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার প্রতিবাদে শওকত গোলদার (৪৭) নামে এক কৃষককে পিটিয়ে জখম করেছে।
এলাকাবাসী আহত কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে। এ ঘটনায় তিনি বুধবার দুপুরে বাদী হয়ে থানায় ও অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বগা-রেজাকাটি স্কুলের উত্তর পাশে সরকারি রাস্তার কালভার্টের মুখে গত ১৯ অক্টোবর বগা গ্রামের মৃত ইব্রাহিম সানার নাতি ছেলে রফিকুল ইসলাম পাটা ও নেট দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এ সময় বগা গ্রামের মৃত করিম গোলদারের ছেলে কৃষক শওগত গোলদার প্রতিবাদ করেন। বিবাদী রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওই কৃষককে বেদম মারপিট ও কাঁচি দিয়ে ডান হাতের আঙুলে পোচ টেনে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পানিতে ফেলে হত্যা করার উদ্দেশ্যে চুবিয়ে ধরে হুমকি দিয়ে চলে যায়। এ সময় বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আহত শওগত গোলদার বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে সামান্য সুস্থ হয়ে বুধবার দুপুরে আমি বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে রফিকুল ইসলাম সরকারি রাস্তার কালভার্টের মুখে পাটা ও নেট দেওয়ার কথা শিকার করে বলেন, আমি তাকে মারপিট করিনি।বাদীর হাতে থাকা কাঁচি টান দেওয়ার সময় তার (বাদীর) হাতের আঙুল কেটে গিয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত