কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনা পজেটিভ ও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল আলম।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২৫ জন করোনায় আক্রান্ত এবং ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
অন্যদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার পাঁচ দশমিক ৩১ শতাংশ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত