![IMG-20250205-WA0003](https://priyodeshnews.com/wp-content/uploads/2025/02/IMG-20250205-WA0003-696x412.jpg)
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফকরুল আলম হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান তিনি বলেন, উপজেলা পর্যায়ে কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর এসএসসি ফলাফল ভালো হয়। পরিবেশ গত দিক থেকে মানসম্মত উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান সুন্দর মনোমুদ্ধকর। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিম, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দর রশিদ, পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এ টি এম লোকমান হাওলাদার, মানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, পক্ষিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর,ভোলা জেলা পাট কর্মকর্তা ( অতিরিক্ত) লুৎফর রহমান, বোরহানউদ্দিন হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ছালেম, পক্ষিয়া ইউনিয়ন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ নুরউদ্দিন নুরনবী হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমির মোঃ এনায়েত করিম, পক্ষিয়া ইউনিয়ন জামায়েতে সেক্রেটারী মোঃ আইয়ুব আলী, পক্ষিয়া ইউনিয়ন জামায়াতে বায়তুল মাল সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামী বোরহানগঞ্জ শাখার সেক্রেটারী রহমত উল্লাহ, পক্ষিয়া ইউনিয়ন (৮ নং ওয়ার্ড) জামায়াতে ইসলামী সভাপতি মোঃ মিজানুর রহমান, পক্ষিয়া ইউনিয়ন ( ৩ নং ওয়ার্ড) জামায়াতে ইসলামী সভাপতি মোঃ হাবিবউল্যাহ, পক্ষিয়া ইউনিয়ন ( ৭ নং ওয়ার্ড) জামায়াতে ইসলামী সভাপতি মোঃ ফারুক আলম সহ পক্ষিয়া ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কুলসুম রহমান রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।