জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় হঠাৎ রাত সাড়ে ৯ টায় অনুমান ৫৫থেকে ৬৫ বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় আম,লেচু, ভুট্টা ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে।
অনেক এলাকায় বিভিন্ন গাছপালার ডাল ও কিছু গাছ উপড়ে গেছে। ডাল ভেঙ্গে আম ঝরে গেছে।
ঠাকুরগাঁওয়ের আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৯ দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণ পর বৃষ্ট শুরু হয়। বিদ্যুৎচমকাতে থাকে আকাশের বিশাল গর্জন। কোনো কোনো এলাকায় শিলা বৃষ্টার খবর পাওয়া গেছে। ঝড়-বৃষ্টি ও মেঘের গর্জনে প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধরাখা হয়।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার সরকার পাড়া গ্রামের এসএম ম্যারীয়ন সরকার ও এসএম মনি সরকার জানান, তারাবি নামাজের সময় হঠাৎ বালিয়াডাঙ্গীর ওপর দিয়ে এত তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। মনে হচ্ছিল ঘরের টিনের চালা উড়ে পালাবে। ঝড় সাভাবিক ও কমানোর জন্য আমরা নামাজে মোনাজাত করি।
উপজেলার কাশুয়া গ্রামের আমচাষী সাংবাদিক কে জানান, প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে গেছে। গাছের অধিকাংশ আম ঝরে গেছে। ডালপালাও ভেঙ্গে গেছে। অনেক এলাকার কাচা ঘর-বাড়ির চালা উড়ে গেছে।