কালকিনিতে পরিত্যক্ত ঘর হতে ১২টি হাত বোমা উদ্ধার

রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ঘর হতে ১২ টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে বেশ কয়েকদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমাবাজি চলছিল।
তাই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশের নিয়মিত অভিযান চলছিল ঐ এলাকায়।এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ঐ এলাকায় অভিযান চালিয়ে মোঃ শহিদুল হাওলাদারের একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাত বোমা উদ্ধার করে কালকিনি থানা পুলিশ।
কালকিনি থানার এস.আই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কালকিনি থানার এস.আই আনিসুজ্জামান জানান,”শান্তিশৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশের নিয়মিত অভিযানে দক্ষিণ ঠেংগামারা এলাকার একটি পরিত্যক্ত ঘর হতে ১২ টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।বোমাগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে।”

কালকিনি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান,”এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তৎপর রয়েছে।পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।”