রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের আওতায় নগর মহাপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ অক্টোবর) সকালে কালকিনি অডিটোরিয়াম হলরুমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে ও কালকিনি পৌরসভার আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে.এম শিবলী রহমান,কালকিনি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবির, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল কুমার দাস, পৌর প্রকৌশলী রাকিব হাসান, আরবান সিনিয়র প্লানার আইজিইউপি প্রকল্প বিবি খাদিজা, কনসালটেন্ট আরবান প্লানার আইজিইউপি প্রকল্প কে.এম. আবুল বাশার সহ অন্যান্যরা।
কর্মশালায় পৌরসভার নানা দুর্ভোগ এবং এর প্রতিকারের উপায় নিয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন সাংবাদিক,ছাত্রজনতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরিশেষে পৌরসভার সকল অসংগতি পর্যায়ক্রমে দূর করার আশ্বাস প্রদান করেন পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত