প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ২:৪৩ পি.এম
কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ঘরবাড়ি ভাঙচুর ও ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত কাল রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কালকিনি থানা পুলিশ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকার সিরাজ সরদারের সাথে একই এলাকার লোকমান সরদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এর জের ধরে রোববার রাতে লোকমান সরদারের ছেলে সুমন সরদার ও এনামুল সরদার ১০-১৫ জন লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সহ সিরাজ সরদারের বসত ঘরে প্রবেশ করে হামলা ও বাড়ি ঘরে ভাংচুর চালায়। এসময় ঘরে থাকা সিরাজ সরদার ও তার স্ত্রী ফিরোজা বেগমকে কুপিয়ে আহত করে তারা।পরে ঘরে রাখা নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত