কলম্বিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। এর আগে বুধবার দেশটি জানিয়েছিল, জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে একটি বিমান নিখোঁজ হয়েছে।
ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, বিমানটি কলম্বিয়ার উত্তর-পশ্চিম অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আকারে ছোট বিমানটিতে দুজন ক্রু এবং ৮ যাত্রী ছিলেন।
কলম্বিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বিধ্বস্ত হওয়া বিমানটিই বুধবার নিখোঁজ হয়েছিল। জনমানবহীন প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হওয়ার কারণে এটা খুঁজে পেতে সময় লেগেছে। প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি কলম্বিয়ার জুরাডো থেকে মেডেলিন যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। কারণ এটি হেলিকপ্টারের সাহায্য ছাড়াই স্থলভাবে পরিচালিত করতে হচ্ছে।
এদিকে প্যাসিফিকা ট্রাভেল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভুক্তভোগী পরিবারের সব প্রয়োজন পূরণ করার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কার্যক্রমও শুরু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত