বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি।
রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আইইবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নেয়া হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।’
সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রোক্লেমেশন, এই মেশন, সেই মেশন এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।’
হাফিজ উদ্দিন আরও বলেন, ‘ভোলায় দুদিন আগে নিজের গাড়ি বহরের সামনে দেখা যায় মোটরসাইকেল বহর, জিজ্ঞেস করলাম এরা কারা, এর আগে এদের দেখিনি। উত্তর এলো, তারা অনেকেই আওয়ামী লীগের কর্মী। বিএনপির ভেতরে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। সতর্ক থাকতে হবে দলীয় কর্মীদের।’
সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নিতে হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে৷’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত