করোনা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলকে প্রস্তুত থাকতে হবে যেন দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষিত করতে পারি।

রোববার করোনা পরিস্থিতি মোকাবেলায় আর্থিক অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, ‘বিভিন্ন দেশ বাংলাদেশের কাছে সহযোগিতা চাইছে যার জন্য আমরা প্রস্তুত আছি।’

করোনার ভয়াবহতায় বিপর্যয়ের মুখে বৈশ্বিক অর্থনীতি। এর বাইরে নয় বাংলাদেশ। দেশের এমন সংকটে সরকারের পাশে এসে দাড়িয়েছে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান।

করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরকারি-বেসরকারী বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান ও বিশ হাজার পিস পিপিই প্রদান করা হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স এ যুক্ত হন।

নতুন করে কেউ করোনা ভাইরাসে সংক্রমণ হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরম করুনাময় আল্লাহ যেন এই মহাবিপদ থেকে সকলকে উদ্ধার করেন।’

এমন পরিস্থিতির পর দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।