করোনা টেস্ট করতে গিয়ে ভারতে হামলার শিকার চিকিৎসক

করোনাভাইরাস মোকাবেলায় জীবন বাজি রেখে সামনের সারিতে থেকে যে চিকিৎসকরা যুদ্ধ করছেন, সেই যোদ্ধাদের ওপর আবারও হামলা হয়েছে ভারতে। দেশটির প্রধানমন্ত্রীসহ বাঘা বাঘা নেতারা বারবার এমনটা করতে নিষেধ করলেও হুঁশ ফিরছে না নাগরিকদের।

ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে একটি মসজিদ চত্বরে স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণে এক ডাক্তার ও একজন ফার্মাসিস্ট সহ তিনজন আহত হয়েছে।

ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গিয়েছিলেন একজন সন্দেহভাজন রোগীকে পরীক্ষা করার জন্য, যার পরিবারের একজন করোনায় মারা গিয়েছেন। কিন্তু সেখানে যেতেই শুরু হয় গণ্ডগোল। অশান্ত জনতা ইটবৃষ্টি শুরু করে স্বাস্থ্যকর্মী ও পুলিশদের ওপর। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। অ্যাম্বুলেন্সের ওপরেও ঢিল ছোঁড়ে স্থানীয়রা।

এ ঘটনার পরে সেখানে হাজির হন পুলিশ সুপার ও জেলাশাসক।

ওই হামলায় মাথায় চোট লেগেছে ডাক্তার এইচ সি মিশ্রার। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

একইসঙ্গে সম্পত্তিহানির টাকাও হামলাকারীদের থেকেই আদায় করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।