বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ইটালিতে গত ২৪ ঘণ্টায় ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি। ইটালির এই সংখ্যা ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।
উহানে শুরুর মৃত্যুর হার অনেক বাড়তি থাকলেও একই দিনে এত মৃত্যু সংবাদ পাওয়া যায়নি।
চীনের বাইরে ইটালি এখন পর্যন্ত করোনা ভাইরাসে বিপুল ক্ষয়ক্ষতির শিকার। দেশটিতে সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে।
তবে ইটালিয়ান পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দ্রুতই জরুরি অবস্থা তুলে নেয়ার মতো পরিস্থিতি আসবে।
তিনি জানিয়েছেন, ১২শ’র বেশি রোগী আক্রান্ত অবস্থা থেকে সুস্থ হয়েছেন।
অন্যদিকে ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের ৭০টি ঘটনার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা ছড়িয়ে পড়ায় ১৫ এপ্রিল পর্যন্ত কিছু নির্দিষ্ট শাখা বাদে সব ধরনের ভিসা স্থগিত করেছে দেশটি।
পরিস্থিতিকে প্রজন্মের সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সঙ্কট বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। স্পেন সরকারের সকল কর্মীকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। আশঙ্কাজনক হারে কমেছে বৈশ্বিক শেয়ার বাজারের লেনদেন।
অস্ট্রেলিয়ায় অবস্থান করা অস্কার জয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কানাডার জাস্টিন ট্রুডোর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে করোনার উৎপত্তিস্থল চীনের হুবেইতেই আক্রান্তের সংখ্যা কমে গেছে। সাউথ কোরিয়াতেও দু’সপ্তাহ ধরে আক্রান্তের হার অনেক কমেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত