করোনা ভাইরাসের দাপটে ইটালি এখন পুরোপুরি বিপর্যস্ত। ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু বাইরে যাওয়ার জন্য অনেকেরই মন চাইছে। তাদের বাড়িতে রাখতে অভিনব পদক্ষেপ গ্রহণ করল পর্নহাব।
ইটালির একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করোনা ত্রাসের মধ্যে যাতে বাড়ির বাইরে কেউ পা না রাখেন, সেজন্য ইটালিতে বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে পর্নহাব। পুরো মার্চেই বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবার সুবিধা নেওয়া যাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ক্রেডিট কার্ড ব্যবহার না করেই সেই সাবস্ক্রিপশন নিতে পারবেন আগ্রহীরা।
ইটালিতে পর্নহাবের সাইটে বলা হয়েছে, 'এই সপ্তাহগুলিতে বাড়িতে সঙ্গ হিসেবে চলতি মাসে বিনামূল্যে পর্নহাবের প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।'
শুধু তাই নয়, ইটালির স্থানীয় হাসপাতালগুলোকেও অর্থ দান করছে প্রাপ্তবয়স্ক সাইটগুলো। তাদের তরফে বলা হয়েছে, 'মার্চে মডেলহাব যে টাকা আয় করবে, তা ইটালির জরুরি অবস্থা কাটানোর জন্য দান করা হবে।'
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত