করোনার মধ্যেই ১৪ জুলাই বগুড়া ও যশোরে উপনির্বাচন

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর আজ শনিবার বিকেলে এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, সংসদের কোনো আসন শূন্য হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। এ বিষয়ে কমিশনের আজকের বৈঠকে ১৪ জুলাই উপ-নির্বাচনের তারিখের সিদ্ধান্ত হয়েছে।

সংবিধান অনুযায়ী, সংসদ ভেঙে দেওয়া ছাড়া, সংসদের কোনো আসন শূন্য হলে, তার নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

তবে কোনো বিশেষ কারণে নির্বাচন অনুষ্ঠিত না হলে, প্রধান নির্বাচন কমিশনার আলোচনা সাপেক্ষে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট নিতে পারবেন।

মো. আলমগীর জানান, আগামী ১৫ জুলাই বগুড়া-১ আসনের এবং ২৮ জুলাই যশোর-৬ আসনের ১৮০ দিন শেষ হবে। ওই দিন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যালট পেপারে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

গত ফেব্রুয়ারিতে ইসি ওই দুই আসনের তফসিল ঘোষণা করে এবং তখন ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল। তবে, করোনাভাইরাসের কারণে ২১ মার্চ নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নান ও ইসমত আরা সাদিকের মৃত্যুর পর বগুড়া-১ ও যশোর-৬ আসন শূন্য হয়।