করোনার টিকা নেননি রুমিন ফারহানা, চলছে অপপ্রচার

14

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সংরক্ষিত আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে। মাস্কে মুখ ঢাকা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে দাবি করে স্ট্যাটাস দিয়েছেন সরকারি দলের অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, এটা আওয়ামী লীগের কুরুচিপূর্ণ চরিত্র। একটা মেয়ের ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে চালিয়ে দেয়া হচ্ছে। এর চাইতে জঘন্য অপপ্রচার কিছু হতে পারে না। যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেবো।

এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, একজন নারীর টিকা নেওয়ার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে, তার জবাবে বলছি, আমি করোনার টিকা নেইনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রিয়দেশ নিউজকে তিনি বলেন, আমি এ বিষয়ে আমার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমি টিকা নেইনি।