করোনাকালে যখন ঘরে ঘরে ব্লিচিং পাউডার ব্যবহার হচ্ছে ঠিক সেই সময় অসাধু ব্যবসায়ীরা ভেজাল ব্লিচিং পাউডারকে জীবাণুনাশক হিসেবে বাজারে বিক্রয় করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভ্রাম্যমাণ আদালত নিয়ে ভেজাল অভিযানে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান।
পৌরসভার মোহাম্মদ আলী সড়কে মামুন হার্ডওয়্যারে ভেজাল ব্লিচিং পাউডার খুজে পান তিনি। এসময় দোকানীর কাছ থেকে আসল ব্লিচিং পাউডার স্পর্শ করে তিনি দেখেন তা শুধু চুন আর চক পাউডার। একেই ব্লিচিং পাউডার বলে বাজারে বিক্রি করছে।
এ কারণে তিনি মামুন স্টোরের প্রোপাইটর শফিকুল ইসলামকে ৩০০০ টাকা জরিমানা করেন এবং ভেজাল ব্লিচিং পাউডার ধ্বংস করার নির্দেশ দেন।
শহরের রমজান এন্টারপ্রাইজ ও আলীম এন্টারপ্রাইজেও উপজেলা নির্বাহী অফিসার তাদের স্টকে থাকা ব্লিচিং পাউডার পরীক্ষা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।