করোনাভাইরাস: পর্যটকদের জন্য ভিসা উন্মুক্ত করছে থাইল্যান্ড

থাইল্যান্ড বিদেশি পর্যটকদের অক্টোবরের শুরুর দিক থেকে বিশেষ ভিসা প্রদান শুরু করবে, যা দেশের ঝিমিয়ে পড়া পর্যটননির্ভর অর্থনীতিকে পুনরুদ্ধারে সাহায্য করবে।

মহামারী করোনাভাইরাসের কারণে ৬ মাসের বেশি সময় বিদেশি পর্যটকদের থাইল্যান্ডে আশার ওপর নিষেধাজ্ঞা ছিল।

প্রধানমন্ত্রী প্রায়ূথ চ্যান-ওচার মন্ত্রিসভা থাইল্যান্ডে ৯০ থেকে ২৮০ দিনের মধ্যে থাকার পরিকল্পনা করে পর্যটকদের ভিসা দেয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছে, এমনটা জানিয়েছেন সরকারি মুখপাত্র ট্রাইসুরি তাইসরানকুল।

তিনি বলেন, ভ্রমণকারীরা থাইল্যান্ডে আসার পরে ১৪ দিনের রাষ্ট্রীয় কোয়ারেন্টিন ভোগ করবেন এবং স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত বিধিগুলো মেনে চলতে হবে।
থাইল্যান্ডের অর্থনীতি অনেকটা পর্যটকনির্ভর। সারা বছরই থাইল্যান্ডে বিশ্বের পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে।

সরকারের এমন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠবে বলে আশা করছেন অনেকে। আবার ঘুরে দাঁড়াবে থাইল্যান্ডের অর্থনীতি। সবাই কাটিয়ে উঠবে করোনাকালীন ক্ষতি।