করোনাভাইরাস: দুই কোটি তিন লাখেরও বেশি মানুষ সুস্থ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এ সারা বিশ্বে শুক্রবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৮৩ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ৭১ হাজার ৪৮৩ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭৮১ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি তিন লাখ ৩১ হাজার ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৮ লাখ ৭৯ হাজার ৯৬০ জন, ভারতে ৩৫ লাখ ৩৯ হাজার ৯৮৩,ব্রাজিলে ৩৪ লাখ ৯৭৩ হাজার ৩৩৭, রাশিয়ায় আট লাখ ৬২ হাজার ৩৭৩, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৩ হাজার তিনজন, পেরুতে পাঁচ লাখ ৪৪ হাজার ৭৪৫, কলোম্বিয়ায় পাঁচ লাখ ৬৯ হাজার ৪৭৯, মেক্সিকোতে চার লাখ ৫৪ হাজার ৯৮২, চিলিতে চার লাখ এক হাজার ৩৫৬ জন।

এছাড়া ইরানে তিন লাখ ৪০ হাজার ৮৪২, সৌদি আরবে দুই লাখ ৯৯ হাজার ৯৯৮, পাকিস্তানে দুই লাখ ৮৭ হাজার ৯৫০, তুরস্কে দুই লাখ ৫৫ হাজার ৪০৭, জার্মানিতে দুই লাখ ৩৩ হাজার ৩০০, বাংলাদেশে দুই লাখ ৩৩ হাজার ৫৫০, ইতালিতে দুই লাখ ১১ হাজার ৮৮৫, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৭ হাজার ৯৮৭, কানাডায় এক লাখ ১৮ হাজার ৯৯০, ফ্রান্সে ৮৮ হাজার ৭৪২ জন, ওমানে ৮৩ হাজার ৩২৫ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৫৮ জন সুস্থ হয়ে উঠেছে।

অন্যদিকে কুয়েতে ৮৩ হাজার ৪০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৭ হাজার ৯৪৫, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৫৫৮, সুইজারল্যান্ডে ৩৮ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৭ হাজার ৩৬০, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৩৬ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ১৩ হাজার ২৮৪ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।