করোনাভাইরাস: কলকাতায় মদের হোম ডেলিভারি বাতিল

করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারির খবর রটে। ওই খবরে বলা হয়, মদের হোম ডেলিভারির অনুমতি দেবে পুলিশ।

তবে এমন খবরে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, মদের হোম ডেলিভারির অনুমতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই পুলিশের।

এমনকি কলকাতায় মদের হোম ডেলিভারির খবরের সত্যতা নেই বলেও জানান পুলিশ কমিশনার।

বুধবার দুপুরে রাজ্যে মদের হোম ডেলিভারি শুরু হবে বলে খবর ছড়ায়। জানা যায়, প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত ফোনে মদের অর্ডার দিতে পারবেন ক্রেতারা। বিকেল ২টো থেকে ৫টা পর্যন্ত তার হোম ডেলিভারি করবেন ডিলারের তরফে নিযুক্ত কর্মীরা। এই মর্মে আবগারি দফতর নির্দেশনা জারি করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ওই খবরে জানা যায়, বাড়ির কাছে যে কোনও মদের দোকানে দেওয়া যাবে অর্ডার। অর্ডার পৌঁছে দিতে মদের দোকানের ৩ জন করে কর্মীকে বিশেষ পাস দেবে কলকাতা পুলিশ।

তবে বিকেলে কলকাতার পুলিশ কমিশনার জানিয়ে দেন, কলকাতায় মদের হোম ডেলিভারির অনুমতি দেবে না পুলিশ।

দীর্ঘদিনের ‘খরা’-র পর এই খবরে যেন ধড়ে প্রাণ আসে বহু মদখোরের। কিন্তু বিকেল গড়াতে গড়াতে সেই গুড়ে পড়ল বালি।