করোনাভাইরাসের প্রকোপ নিয়ে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি। বুধবার মন্ত্রীর বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশ পায়। এরপরই নারী সংগঠন থেকে এর প্রতিবাদ জানানো হয়।
করোনা নির্মূলে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে? এমন প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, করোনা একেবারে স্ত্রীর মতো। প্রথমে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তার পর উপলব্ধি করবেন যে সেটা হবে না। তখন হাল ছেড়ে দেবেন। এবং মানিয়ে নেবেন ধীরে ধীরে।
কথাগুলো মজার সুরেই বলেছিলেন মন্ত্রী মাহফুদ এমডি। কিন্তু এমন বক্তব্যে সমালোচনার মুখে পড়েছেন। উইমেন সলিডারিটি সোসাইটি ইতিমধ্যে মাহফুদ এমডির এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা সেক্সিস্ট ও মিসোগনিস্টিক মনোভাব পোষণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ২৪৫৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১৪৯৬ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত