কনডম ব্যবহার বিষয়ে সানি লিওন এর বাণী

সানির লীলা নয়, এ হল সানির বাণী। ‘মহিলারা সেই পুরুষকেই সবথেকে বেশি পছন্দ করেন, যারা সবথেকে বেশি সুরক্ষা নিয়ে ভাবেন’, মত সানি লিওনের।

বলিউড ডিভা, নীল ছবির ‘প্রাক্তন’ তারকা সানি লিওনকে একটি বহুল প্রচলিত কনডম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে দেখেছেন অনেকেই। কখনও সমুদ্র সৈকতের বালিতে সানি যেন সমুদ্রের ঢেউ, আর সে ঢেউ যেন পুরুষের সুপ্ত বাসনার ওপর এক একটা ধাক্কা! বিজ্ঞাপন নিয়ে আপত্তিও কম হয়নি।

তবে কনডম ব্যবহার করা যে সচেতনতা ও সতর্কতার বিষয়, এই সম্পর্কে কোনও প্রকার বিতর্ক কেউ কখনও আজ পর্যন্ত তৈরি করেননি। হলিউড অভিনেতা চার্লি শিন থেকে ভারতীয় তারকা সানি, কন্ডোম ব্যবহারে কোনও কুণ্ঠাবোধ না রেখেই উদার হয়েছেন তারা।

সানি মনে করেন, যে পুরুষরা সতর্কতাকে সবথেকে বেশি গুরুত্ব দেন, মহিলারা সেই পুরুষদের প্রতি সবথেকে বেশি আকর্ষিত হন। যা, যৌনতায় কন্ডোম ব্যবহার করার উপদেশ বলেই মনে করছে সানি ফ্যানরা।