কনডম ব্যবহার করলে যে বিষয়ে খেয়াল রাখতেই হবে

১. গর্ভধারণ রোধ থেকে শুরু করে যৌন রোগ থেকে সুরক্ষা, কনডম ব্যবহারের ভাল দিক একাধিক। কিন্তু Condom ব্যবহারের কয়েকটি দিক খেয়াল রাখতে হয়। নাহলে স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে। দোকান থেকে ওষুধ কেনার সময় নিশ্চয়ই ডেট আছে কিনা দেখে কিনেন! ঠিক Condom কেনার সময়ও এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। কারণ Expiry date পেরিয়ে যাওয়া Condom ব্যবহার করলে যৌন রোগের সম্ভাবনা বাড়ে।

২. Expired Condom ব্যবহার করলে কিন্তু বিপদ হতে পারে। কনডম সংস্থাগুলি Lube ব্যবহার করে। Expired Condom-এ সেই লিউব নষ্ট হয়ে যায়। তাই প্রাইভেট পার্টস-এ জ্বালা অনুভব হতে পারে। এমনকী ইনফেকশন-এর সম্ভাবনাও থাকে।

৩. ভুলেও কখনও মানি ব্যাগে কনডম রাখবেন না। Friction এর ফলে কনডম নষ্ট হয়ে যেতে পারে।

৪. বেশি ঠাণ্ডা বা বেশি গরম জায়গায় কনডম রাখবেন না। তাতে কনডম নষ্ট হয়ে যেতে পারে। স্বাভাবিক তাপমাত্রাতেই কনডম ভাল থাকবে।

৫. ন্যাচরাল মেটেরিয়াল-এ তৈরি কনডম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কনডম বেশিদিন ফেলে রাখা ঠিক নয়। তবে সিন্থেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কনডম ৪-৫ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে।

৬. নামী ব্র্যান্ড-এর কনডম ব্যবহার করাই ভাল। সস্তার কনডম ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি।