জাফর আলম, কক্সবাজার:
কক্সবাজারে হবে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যলয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উৎযাপন কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এবার ১৫১টি প্রতিমা ও ১৭০ টি ঘট পূজা মিলিয়ে জেলায় ৩২১ টি মণ্ডপে চলছে দুর্গাপূজা। দেশের সবচেয়ে বড় এই বিসর্জন অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্নে করতে বিসর্জনের দিন শোভাযাত্রায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। সভায় নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন শেষ করার বিষয়ে গুরুত্বারুপ করা হয়। পাশাপাশি বৈষম্যহীন সমাজ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৯ ইসিবি কক্সবাজারের অধিনায়ক লে: কর্ণেল তানভীর আহমেদ , পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) উদয় শংকর পাল মিঠু , ছাত্র প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত