কক্সবাজারে রাতেও নামবে বিমান

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজার বিমানবন্দরে রবিবার (২৭ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পর্যটক ও যাত্রীরা দিনে গিয়ে দিনে ফিরে আসার সুবিধা পাবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন সুবিধা পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফ্লাইট চলাচল করলেও, এখন রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দৈনিক ১৭টি ফ্লাইট রয়েছে। যা নতুন সময়সূচি কার্যকর হলে আরও বৃদ্ধি পাবে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন জানিয়েছেন, শীত মৌসুমে যাত্রী সংখ্যা বাড়ায় ফ্লাইট সংখ্যাও বৃদ্ধি পাবে। পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, রাতের ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন খাতের প্রসার হবে, তবে ভবিষ্যতে বিমানবন্দরটি ২৪ ঘণ্টা খোলা রাখার দাবিও জানিয়েছেন তারা।