ওবায়দুল কাদের সত্য বলতে ভুলে গেছেন: রিজভী

13
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যা কথা বলতে বলতে সত্য ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘র‌্যাব-পুলিশ পরিবেষ্টিত ওবায়দুল কাদের প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন। আর এই সংবাদ সম্মেলনের একটাই বিষয় বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদগীরণ করা।’

শনিবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাদের নিয়মিত ‘মিথ্যাচার’ করে জিয়া পরিবারের বদনাম করার চেষ্টা করছেন। ‘তিনি (কাদের) মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন। জনগণ তার কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেয়।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী প্রশ্ন তুলে বলেন, এক দশক ধরে ক্ষমতায় থাকায় রাষ্ট্রীয় সব যন্ত্র তাদের হওয়ার পরও প্রতিদিন তাদেরকে কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার বলপূর্বক নিখোঁজ, অপহরণ, হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন দমনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করে জনগণকে দমন করার চেষ্টা করছে।

আরও পড়ুন: ‘দুঃশাসন বাংলাদেশে দুর্ভিক্ষ বয়ে আনতে পারে’: বিএনপি

রিজভী বলেন, খালেদা জিয়া বর্তমানে তার গুলশানের বাসায় অবস্থান করলেও তিনি মোটেও মুক্ত নন। ‘যদিও সরকার বলছে যে তার সাজা স্থগিত করা হয়েছে, প্রকৃত অর্থে তার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

তিনি বলেন, খালেদাকে তার জনপ্রিয়তার ভয়ে সরকার গৃহবন্দী করে রেখেছে। ‘আমরা অনতিবিলম্বে তার সম্পূর্ণ মুক্তি দাবি করছি।’