বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা ১৮ কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো দেশই আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। ইনশাল্লাহ আমরা সফল হবো।
শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচার এরশাদ পতনের দিনে আমরা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, দল-মত-বর্ণ-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য আমরা এক থাকব। যারা যত চেষ্টা করুক কেউ পারবে না আমাদের ক্ষতি করতে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবের পর ষড়যন্ত্র করছে, অনেক দুঃসাহস দেখাচ্ছে। আমরা বলছি, এটা আপনাদের দুঃসাহস।
খন্দকার মোশাররফ বলেন, এই আওয়ামী ফ্যাসিস্টরা এ দেশের ছাত্র-জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়। অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করছে।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় নব্বইয়ের ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত