এবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোস্যাল ইসলামি ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল করিমের নেতৃত্বে ৫ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে। বাকি চারজন স্বতন্ত্র পরিচালক। উদ্যোক্তা পরিচালকদের মধ্য থেকে শিগগিরই আরও কয়েকজন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ২০১৭ সালে ইসলামি ব্যাংক বাংলাদেশ ও সোস্যাল ইসলামি ব্যাংকের দখল তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের কাছে। এই দুই ব্যাংকসহ ৭টি ব্যাংক ছিল তার দখলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর একের পর এক ব্যাংক এস আলমমুক্ত করা হচ্ছে। গত সপ্তাহে ইসলামি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইসলামি ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ব্যাংকটির পর্ষদ গঠিত হয়েছে স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে। আর ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের মধ্য থেকে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্টসিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পর্ষদও পর্যায়ক্রমে ভেঙ্গে দেওয়া হবে।
এসআইবিএলে নিয়োগ দেওয়া চার স্বতন্ত্র পরিচালক হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মোরশেদ আলম খন্দকার ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন এফসিএ। এ ছাড়া উদ্যোক্তাদের মধ্য থেকে আরও কয়েকজন পরিচালককে শিগগিরই পর্ষদে যুক্ত করা হবে। এ ক্ষেত্রে সিআইবিসহ কিছু আইনি জটিলতা থাকায় গতকাল তারা নিয়োগ পাননি বলে জানা গেছে।
জানা গেছে, ২০১৭ সালে এসআইবিএলের দখল নেওয়ার পর থেকে নামে-বেনামে ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম। বিভিন্ন নামের ২২টি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির মোট শেয়ারের ৪৭ শতাংশের মালিকানা নিয়েছে এই গ্রুপ। এর মধ্যে সরাসরি এস আলম পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১৪ প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ। প্রতিষ্ঠানগুলো হলো- হাছান আবাসন, সোনালী কার্গো লজিস্টিকস, সিঅ্যান্ডএ এক্সেসরিজ, সিঅ্যান্ডএ ফেব্রিক্স, ওয়েস্টান ডিজাইনার্স, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস, কর্ণফুলি প্রাকৃতিক গ্যাস, প্রাসাদ প্যরাডাইস রিসোর্ট, ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ, পোর্টম্যান সিমেন্টস, ইউনিটেক্স স্টিল, ইউনিটেক্স সিমেন্ট, লায়ন সিকিউরিটিজ ও গ্লোবাল সিকিউরিটিজ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত