চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিতর্কিত হয়ে পড়েছেন এফডিসির এমডি। নির্বাচনের দিন অন্যান্য সংগঠনের কাউকে ভেতরে ঢুকতে দেননি। এমন প্রেক্ষাপটে এফডিসি এমডির অপসারণ চেয়েছেন চিত্রনায়ক আলমগীর।
সোমবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আলমগীর এ কথা বলেন।
এসময় সাংবাদিকরা এফডিসি এমডির পদে তিনি আসতে চান কিনা সে বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি চাইলে আরও অনেক আগেই এমডি হতে পারতাম। তবে আমি আসলে খুব অলস লোক। সকাল দশটা পর্যন্ত ঘুমাই। এজন্য আমি এমডি হওয়ার যোগ্যতা রাখি না।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর এফডিসির এমডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এফডিসির ১৮ সংগঠনকে নির্বাচনের দিন ভেতরে ঢুকতে না দেয়ার অভিযোগ আসে। এরপর থেকেই এফডিসি এমডির পদত্যাগের দাবি ওঠে। চিত্রনায়ক আলমগীরও এফডিসি এমডির অপসারণ চান।
এছাড়া এফডিসি এমডির বিরুদ্ধে জায়েদ খানকে শিল্পী সমিতির নির্বাচনে জিতিয়ে দেওয়ার অভিযোগও করা হয়। জাতীয় প্রেসক্লাবে চিত্রনায়িকা নিপুণ বলেন, এফডিসি এমডি, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এবং জায়েদ খান একটি চক্র। এই চক্র অনিয়ম করে আমাকে হারিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত