একসঙ্গে দুই ছেলেকে হেলিকপ্টার করে বিয়ে দিয়ে শখ পূরণ করলেন প্রবাসী

মাদারীপুর প্রতিনিধিঃ

প্রবাদ আছে শখের তোলা নাকি ৮০ টাকা ! এই কথা বাস্তবে রূপ দিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর গ্রামের কুয়েত প্রবাসী মোঃ লিটন সরদার। লিটন এবং তার স্ত্রীর ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে একদিনে বিয়ে দিয়েছেন দুই ছেলেকে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় হেলিকপ্টারে নিয়ে বিয়ে করতে যান লিটন সরদারের বড় ছেলে ও মেঝ ছেলে আবদুল্লাহ্। কনেদের একজনের বাড়ি একই গ্রামে এবং আরেক জনের বাড়ি পার্শ্ববর্তী বাশগাড়ি ইউনিয়নের কানুরগাও গ্রামে। এসময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শিশু,বৃদ্ধ সহ শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোঃ লিটন সরদার দীর্ঘ ৩২ বছর যাবৎ কুয়েত প্রবাসী। তার বড় ছেলে মোঃ রায়হান স্টাম্পফোর্ট ইউনিভার্সিটিতে ও মেঝ ছেলে এম.আই আবদুল্লাহ মাদারীপুর সরকারী কলেজে পড়াশুনা করে।অপরদিকে বড় ছেলের নববধূ কালাইসরদারের চর গ্রামের জসিম হাওলাদারের মেয়ে মহুয়া আক্তার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে এবং মেজ ছেলের নববধূ বাশগাড়ি ইউনিয়নের কানুরগাও গ্রামের হারুন অর রশীদ হাওলাদারের মেয়ে ইসরাত রশীদ মিম মাদারীপুর সরকারি কলেজে অনার্স ১ম বর্ষে পড়ালেখা করে।
মূলত বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই তাদের হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যােগ বলে জানান দুইভাই।এতে তারাও খুব আনন্দিত।

এদিকে অত্র গ্রামে হেলিকপ্টারে করে বিয়ে এটাই প্রথম হওয়ায় আশেপাশের বিভিন্ন এলাকা হতে লোকজন ভীর করে হেলিকপ্টার দেখতে।কাছ থেকে হেলিকপ্টারে এমন বিয়ে দেখতে পেয়ে খুশি এলাকাবাসী।

কুয়েত প্রবাসী লিটন সরদার ও তার স্ত্রী জানান, তাদের তিন ছেলের মাঝে দুইজন কাছাকাছি বয়সের হওয়ায় তাদের দীর্ঘদিনের শখ ছিল ছেলেরা বড় হলে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন।অবশেষে নিজেদের শখ পূরণ করতে পেরে তারা খুবই আনন্দিত।

আর মেয়েদের পরিবারও জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় ভীষণ গর্বিত।মেয়েকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিতে এসেছে এতে তাদেরও আনন্দের সীমা নেই।

দিনদিন মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে।এক সময় পালকি করে গ্রাম অঞ্চলগুলোতে বিয়ে করা হলেও যুগের সাথে তাল মিলিয়ে এখন সেখানে হেলিকপ্টারে করেও বিয়ে হয়।অদূর ভবিষ্যতে হয়তো প্রতিটি পরিবারই চাইবে এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করতে।