ভোক্তার পকেট লুট
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গত ১০ অক্টোবর রাতে ছিনতাইকারীরা রবিউল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীকে বুকে, পিঠে ও হাতে ছুরিকাঘাতে হত্যা করে। ১৮ অক্টোবর দিনদুপুরে ডাকাতি হয় ইডেন কলেজের উপাধ্যক্ষ মমতাজ শাহানারার বাসায়। ৯-১০ জন ডাকাত উত্তরার ওই বাসায় ঢুকে মমতাজ শাহানারাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
মোহাম্মদপুর ও উত্তরার এই দুটি ঘটনা রাজধানীতে ছিনতাইকারী ও ডাকাতেরা বেপরোয়া হয়ে ওঠার দুটি উদহারণ। পাশাপাশি বেড়েছে খুনের ঘটনাও। গত সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকায় ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে কেবল মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে ২১টি। নগরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি অভিজাতপাড়ায়ও মানুষ ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন। এতে নগরবাসীর দিন কাটছে আতঙ্কে। মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত শনিবার থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
পাবনা থেকে বাসে এসে ব্যবসায়ী রফিক মোল্লা ২৫ অক্টোবর ভোরে নামেন রাজধানীর উত্তরা জসীম উদ্দীন রোডে। মুহূর্তে কয়েক যুবক এসে ছুরি মেরে তাঁর মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু কেড়ে নিয়ে পালিয়ে যায়। ২ অক্টোবর আত্মীয়কে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন সবজি বিক্রেতা মো. আলমগীর। রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে মাইক্রোবাসে আসা কয়েকজন নিজেদের পুলিশ পরিচয়ে মারধর করে তাঁর টাকা ছিনিয়ে নেয়।
উত্তরা এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে। সন্ধ্যা নামলেই বাসিন্দা ও পথচারীর মধ্যে জেঁকে বসছে ছিনতাই আতঙ্ক। সরেজমিন জানা যায়, উত্তরা হাউস বিল্ডিং, আবদুল্লাহপুর ব্রিজ ও বিমানবন্দর গোলচত্বর এলাকায় বেড়ে গেছে বহিরাগত ও মাদকাসক্তদের দৌরাত্ম্য। তারাই সংঘবদ্ধভাবে ছিনতাই করছে।
বাংলাদেশে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে জাপানি ঋণে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ৫৭ হাজার কোটি টাকা।
১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন এখন বন্ধ। কয়লা আমদানি করতে না পারায় এখান থেকে বিদ্যুৎ কিনতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় কয়লা আমদানি করে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে সময় লেগে যেতে পারে চলতি মাসের শেষ নাগাদ।
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আট দফা দাবিতে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে গণসমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত সমাবেশ থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ শেষে ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা, ১৯ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল রোববার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং একই সঙ্গে সোমবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশের আগে বিকেল থেকেই চেরাগী পাহাড় মোড়, আসকার দীঘির পাড়, কাজীর দেউড়ি, জামাল খান চত্বর, চট্টগ্রাম প্রেস ক্লাব, আন্দরকিল্লার সামনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, দুপুর আড়াইটার পর থেকে চট্টগ্রাম নগর এবং বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লোকজন সমাবেশে আসতে শুরু করেন। বিকেল ৩টার মধ্যে চেরাগী পাহাড় ভর্তি হয়ে আশপাশে ছড়িয়ে পড়েন মানুষ। কাজীর দেউড়ি থেকে শুরু করে নন্দনকানন, জামাল খান, আন্দরকিল্লা পর্যন্ত ছিল লোকে লোকারণ্য। সমাবেশে যোগদানকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের ব্যানার-ফেস্টুন।
আন্তর্জাতিক বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম নিম্নমুখী। চলতি বছরের বাকি সময়ে পণ্যের দাম আরও কমবে। আগামী ২ বছর কমার এ ধারা অব্যাহত থাকবে। আগামী বছরেই পণ্যের দাম আরও কমে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে আমদানি খরচ কমে গেছে। আমদানির দায় পরিশোধে ডলারের দামও কমেছে। চাল, পেঁয়াজসহ বেশকিছু আমদানি পণ্যের শুল্ক কমানো হয়েছে।
জ্বালানি তেলের দাম কমায় পণ্য পরিবহণে জাহাজ ভাড়াসহ অন্যান্য খাতেও পরিবহণ ব্যয় কমেছে। সব মিলে পণ্যের আমদানি ব্যয়ও কমে যাচ্ছে। এতে আমদানি নির্ভর পণ্যের দাম বাজারে কমার কথা। কিন্তু পণ্যের দাম তো কমেইনি, উলটো আরও বেড়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে আমদানি পণ্যের দাম কমা, ডলারের দাম হ্রাস ও শুল্ক কমার কারণে পণ্য আমদানির খরচ যেভাবে কমেছে, সেই মুনাফার সবটুকুই চলে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। পাশাপাশি পণ্যের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা আরও বাড়তি মুনাফা নিয়ে নিজেদের পকেট ভারি করছেন। ভোক্তার পকেট লুট করে ব্যবসায়ীরা নিজেদের পকেট ভরছেন। এতে ভোক্তার জীবিকা নির্বাহ করতে নাভিশ্বাস উঠেছে।
কিশোর গ্যাংয়ে বাড়ছে অপরাধ
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশজুড়ে হঠাৎ করে অপরাধ বেড়েছে। পুলিশের মূল্যায়ন হচ্ছে—এর মূলে রয়েছে কিশোর-তরুণ গ্যাং। হত্যা, মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে এসব অপরাধী সুযোগ পেলেই নারীদেরও উত্ত্যক্ত করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের যেকোনো স্পটে এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড ঘটলেই তাদের নামটা শুরুতেই উচ্চারিত হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে নতুন করে কয়েক হাজার কিশোর-তরুণ অপরাধীর তালিকা বানিয়ে পুলিশ এরই মধ্যে তাদের গ্রেপ্তারে অভিযানেও নেমেছে। পুলিশের একাধিক প্রতিবেদনে কিশোর-তরুণ অপরাধীদের ব্যাপারে এ ধরনের নেতিবাচক তথ্য উঠে এসেছে।
দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে— বলছে কেন্দ্রীয় ব্যাংক। এমন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চিঠিতে বলা হয়, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ও পর্যালোচনায় বাংলাদেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে। এই লেনদেনের মাধ্যমে সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও জানা যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এসব সাইবার অপরাধী প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষ তথা ব্যাংকের গ্রাহকদের হয়রানি করছে।
রাজধানীর ফার্মগেটে সেজান পয়েন্টের দোতলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের কার্যালয়। বসতেন কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা কার্যালয়টিতে হামলা চালায়। এরপর ভবন মালিক কক্ষটিতে তালা ঝুলিয়ে দেন। সেই থেকে বন্ধ ওয়ার্ড কার্যালয়টি। বসার জায়গা পাচ্ছেন না ওই ওয়ার্ডের সচিব রিফাত হোসেন। এদিকে প্রতিদিনই লোকজন সেবা নিতে এখানে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে রয়েছেন কাউন্সিলর ফরিদুর রহমান খান। ফলে সেবা নিতে আসা লোকজন কোথায় গিয়ে অভিযোগ জানাবেন তাও বুঝতে পারছেন না। রিফাত হোসেন বলেন, ‘কাউন্সিলর না থাকলেও একটু বসার জায়গা থাকলে মানুষকে সেবা দেওয়া সম্ভব ছিল। কিন্তু কোথাও বসতে পারছি না, সেবা দেব কীভাবে?’এই ওয়ার্ডে সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানান তিনি।
ডলার-সংকটের কারণে ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানিকে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। ৮৮৬ মিলিয়ন ডলার (প্রায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা) বকেয়া পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি এরই মধ্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। এ কারণে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের একটি বন্ধ করে দিয়েছে আদানি।
ঝাড়খন্ডে বাংলাদেশের জন্য নির্মাণ করা বিদ্যুৎকেন্দ্রটির দুই ইউনিট থেকে দৈনিক বাংলাদেশকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। গত বৃহস্পতিবার ৭০০ ইউনিটের একটি কেন্দ্র বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। এতে দেশে লোডশেডিং বেড়ে প্রায় ১৫০০ মেগাওয়াটে দাঁড়িয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে।
গত দেড় দশকে পুলিশে নতুন নিয়োগ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে বাহিনীটির জন্য বরাদ্দ বেড়েছে ৪৩৩ শতাংশের বেশি। ২০০৯-১০ অর্থবছরে পুলিশের জন্য বরাদ্দ ছিল ৩ হাজার ৩৩১ কোটি টাকার কিছু বেশি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে তা ১৭ হাজার ৭৬৫ কোটি টাকা ছাড়িয়ে যায়।
বিপুল বিনিয়োগ ও জনবল বৃদ্ধির পরও দক্ষতা ও সেবার মান বাড়েনি পুলিশের। উল্টো গত দেড় দশকে পুলিশের নানা কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্ষমতাসীনদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি নানাভাবে অনিয়ম-দুর্নীতি ও নিপীড়নমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে বারবার। একই সঙ্গে বিশ্বব্যাপী আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পেশাদার বাহিনীগুলোর মধ্যে ক্রমেই অবনমন হয়েছে পুলিশের অবস্থানের।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচারকারীর তালিকায় আছেন হেভিওয়েট রাজনীতিক থেকে শুরু করে আওয়ামীঘেঁষা ব্যবসায়ীরাও। তারা দেশের অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিয়ে নানা কৌশলে অনেকটা নির্বিঘ্নে অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন।
সম্প্রতি প্রকাশিত ওয়াশিংটনভিত্তিক অর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) তথ্য বলছে, ‘বাংলাদেশ থেকে গড়ে প্রতিবছর ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।’
এছাড়া ব্রিফিংয়ে আইএমএফ / দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ঠিক পথেই আছে; সমবায় অধিদপ্তর জিম্মি ১২ জনে; কাকরাইলে সভা নিষিদ্ধের পর জাপার কর্মসূচি স্থগিত; পলিথিন উৎপাদন করলে কঠোর শাস্তি; বাসাবোতে খুন করে লাশ ফেলা হয় যাত্রাবাড়ীতে; ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ৩৮২; জরিপে ১ শতাংশ ব্যবধানে এগিয়ে কমলা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত