বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় দুপুরে ২০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে আদালত পাড়ায় আবরার ফাহাদ হত্যা মামলার সাজাপ্রাপ্তদের সান্ত্বনা দিয়েছেন স্বজনরা।
আসামিদের উদ্দেশ্যে স্বজনরা বলেন, ‘বাবা মনোবল শক্ত রাখো। তোমাদের কিছুই হবে না। তোমরা হাইকার্ট থেকে খালাস পাবে। এই রায় তোমাদের কিছুই করতে পারবে না।’
বুধবার (৮ ডিসেম্বর) এ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
বেলা সাড়ে ১২টার পর রায় ঘোষণার পর আসামিদের এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এরপর ১টা ১০ মিনিটে হাজতখানা থেকে বের করে প্রিজনভ্যানে ওঠানো হয়। প্রিজনভ্যান থেকে তাদের নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় কারাগারে।
এসময় স্বজনরা আরও বলেন, ‘বাবা ভালোভাবে খাওয়া-দাওয়া করবে, টেনশন করবে না।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত