ঈদে ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তির শঙ্কা

50

মোমিনুর রহমান: ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়ক উন্নয়ন, সংস্কার ও সেতু মেরামতের কাজ চলছে। এতে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন চালকরা। ঈদের আগে এসব কাজ শেষ হবে কিনা তাও নিশ্চিত করতে পারেনি সড়ক বিভাগের কর্মকর্তা। তবে জেলা ও পুলিশ প্রশাসন বলছেন, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নিরাপদে যাতায়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কের মধ্যে মানিকগঞ্জ অংশে রয়েছে ৩২ কিলোমিটার।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ঈদ উপলক্ষে মহাসড়কটিতে যানবাহনের চাপ বেড়েছে। ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও এখনও মহাসড়কের বিভিন্ন স্থানে চলছে সড়ক উন্নয়ন কাজ। পাশাপাশি করা হচ্ছে সড়ক সংস্কার ও সেতু মেরামতের কাজও। এতে সংস্কার কাজের এলাকায় যানবাহনগুলো এক লেন দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ক্ষণে ক্ষণে মহাসড়কে তৈরি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছে যানবাহনের যাত্রীরা।