বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্স ব্যবসায় প্রতারণা বন্ধে ডিজিটাল কমার্স আইন করবে সরকার। এই বড় প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে একটি রেগুলেটরি কর্তৃপক্ষও গঠন করা হবে।
ই-কমার্স ব্যবসার সমস্যা সমাধানে সচিবালয়ে স্বরাষ্ট্র, তথ্য, আইন, বাণিজ্য মন্ত্রীর বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।
নিবন্ধন ছাড়া কেউ ই-কমার্স ব্যবসা করতে পারবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক বিষয় নজরদারি করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হবে এবং ডিজিটাল কমার্স আইন হওয়ার পরে এমন বিষয়গুলো সেই আইনে বিচার হবে।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিসহ যে সব প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকেরা টাকা হারিয়েছেন তাদের টাকা কীভাবে ফেরত দেওয়া যায় তা নিয়ে সরকার ভাবছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর সম্পদের হিসাব করা হচ্ছে। আগামীকাল থেকেই সরকার কাজ শুরু করবে বলে জানা টিপু মুন্শি।