জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকির বিষয়ে সতর্ক করে সীমানা রেখা বরাবর বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, হামাসের সাথে গত আট মাস ধরে চলা যুদ্ধের পর উত্তর সীমান্ত এলাকা পরিদর্শন করে বুধবার ইসরায়েল সীমান্তে তীব্র অভিযানের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে সতর্ক করেন। খবর এএফপি’র।
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালালে সাম্প্রতিক ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে তীব্র অভিযানের জন্য দৈনিক কামানের গোলাগুলির বিনিময় জোরদার হয়েছে। উভয় গ্রুপই পরস্পরের মিত্রদের দ্বারা সমর্থিত।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমা রেখার কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ‘ব্লুলাইন জুড়ে গোলাগুলির বিনিময় অব্যাহত থাকায়, মহাসচিব পক্ষগুলোকে জরুরিভাবে তা বন্ধ করার জন্য তার পুনরায় আহ্বান করেছেন।’ তিনি আরো বলেন, গুলি বিনিময় এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ও একটি বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত