ইরাকের চলমান নিরাপত্তাহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার দূতাবাস প্রধান সাক্ষরিত এক বিবৃতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ব্যতীত কর্মস্থল ও বাসস্থান ছাড়া যত্রতত্র যাতায়াত ও সকল সভা সমাবেশ এড়িয়ে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের সেবা দেয়ার জন্য সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা দূতাবাস খোলা থাকবে।
শুক্রবার সকালে ইরানের বিপ্লবী গার্ডের শক্তিশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় ইরাকে নিহত হন। এছাড়া ওই হামলায় ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদী আল-মুহান্দিস নিহত হন।
এরপর থেকেই সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এমন সতর্কতা জারি করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত