ইন্দুরকানীর প্রত্যন্ত এলাকায় ৫০ দরিদ্র পরিবার পেল ইফতার সামগ্রী

42

সাইফুল ইসলাম হাওলাদার: পিরোজপুরে ইন্দুরকানীর প্রত্যন্ত চরাঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার চর সাউদখালী আশ্রায়ন এলাকায় হেবিট্যাট ডেভলপমেন্ট ট্রাষ্ট (ঐউঞ) এর সহায়তায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থা প্রায় ৫০টি দরিদ্র ও জেলে পরিবারের মাঝে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী বিতরণ করে।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু, ম্যানেজার কবির হোসেন, এইচডিটি প্রতিনিধি মশিউর রহমান, আরিফুর রহমান ও কর্মসূচী সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ।

প্রতি পরিবারে প্রদানকৃত ইফতার সামগ্রীর মধ্যে, খেজুর, ছোলা, মুড়ি, চিনি, চিড়া, সয়াবিন তেল, পিয়াজ, আলু ছিল উল্লেখযোগ্য।

ইফতার বিতরণকালে আয়োজনকারী সংস্থার নির্বাহী পরিচালক বলেন, চারদিকে নদী বেষ্টীত চর সাউদখালী আশ্রয়ন এলাকায় প্রায় চার শতাধিক দরিদ্র জেলে পরিবার বসবাস করেন। প্রচুর চাহিদা থাকা সত্বেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সকলকে ইফতার দেয়া সম্ভব হয়নি।

তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের এ সকল দরিদ্র পরিবারে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।