ইউক্রেনে বাংলাদেশিদের যেসব নাম্বারে ফোন করতে বলছে দূতাবাস

17

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে যুদ্ধ পরিস্থিতির কারণে জীবনযাত্রা পাল্টে গেছে সাধারণ মানুষের। প্রাণ বাঁচাতে সবাই এখন ছুটছে প্রতিবেশি বিভিন্ন দেশে।

এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইউক্রেনে বসবাসকারীদের বাংলাদেশিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তাতে ইতিমধ্যে ২৫০ জন যুক্ত হয়েছেন। তবে সেখানে ৫০০’র বেশি প্রবাসী আছেন। তাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

তবে পোল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবল ব্যস্ততার কারণে রাষ্ট্রদূত এবং দূতাবাসের কাউন্সেলর অনেক ফোন ধরতে পারছেন না বলে জানিয়েছেন। এজন্য নিচের বিকল্প নম্বরগুলোতে ফোন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
মো. মাসুদুর রহমান: +48739527722
মো. মাহবুবুর রহমান: +48579262403
ফারহানা ইয়াসমিন: +48690282561
বিল্লাল হোসাইন: +48739634125
মো. রাব্বানী: +48696745903

উল্লেখ্য, ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। এরইমধ্যে পাশের দেশ পোল্যান্ডের সরকারের কাছে বাংলাদেশিদের স্থানান্তরের জন্য সহযোগিতা চেয়ে অন এরাইভাল ভিসার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশিদের তাৎক্ষণিক ভিসা প্রক্রিয়া করতে ইটালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে অতিরিক্ত কর্মকর্তা আনা হয়েছে।