ইউক্রেনে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের নতুন তথ্য

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫১ জন বেসামরিক মানুষ নিহত এবং ৭০৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শনিবার (৫ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এ তথ্য জানিয়েছে।

ওএইচসিএইচআরের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, হতাহতের বেশির ভাগ ভারী কামান ও মাল্টি-লঞ্চ রকেট সিস্টেমের গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে হয়েছে।

যদিও সংস্থাটি বলেছে, হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে। কারণ, এখনো অনেক প্রতিবেদন তারা হাতে পায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।