দ্রুততম সময়ে জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিশ্চিত ও আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবন সংলগ্ন মহুয়া মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। প্রায় ৩০ মিনিটের মতো এ অবরোধ চলে।
অবরোধ চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান শাহরিয়ার বলেন, স্বৈরাচার হাসিনার পালিয়ে যাওয়ার মাত্র ২ মাসের মাথায় খুনি ও তার দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে। ঢাকাসহ পুরো দেশে খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। গতকাল জুলাই-আগস্ট অভ্যুত্থানের আমাদের এক সহযোদ্ধার ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতিদ্রুত জুলাই-আগস্ট অভ্যুত্থানের হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে পদক্ষেপ না নিলে এই সরকারকেও ক্ষমতা থেকে নামাতে আমাদের সময় লাগবে না।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল বাপ্পি বলেন, সরকার হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আছে সেটা ভুলে গেছে। সরকার গঠনের আড়াই মাসেও হামলাকারীদের বিচার নিয়ে সরকার গড়িমসি করছে, কেন করছে তা আমাদের বোধগম্য নয়। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের যত অঙ্গসংগঠন আছে সব সংগঠনকে অতিদ্রুত নিষিদ্ধ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত